ঢাকামঙ্গলবার , ১৮ জানুয়ারি ২০২২
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার প্রধান সড়ক আগামী জুনের মধ্যে জনগণের জন্য খুলে দেওয়া হবে – কউক চেয়ারম্যান

প্রতিবেদক
সিএনএ ডেক্স

জানুয়ারি ১৮, ২০২২ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সিএনএ ডেক্সঃ

কক্সবাজার উন্নয় কর্তৃপক্ষ কউক এর বাস্তবায়নাধীন শহরের হলিডে মোড়- বজারঘাটা- লারপাড়া- প্রধান সড়ক সংস্কারসহ প্রশস্তকরণ প্রকল্পের বিভিন্ন বিষয়াদি নিয়ে ব্যতিক্রমধর্মী এক মতবিনিময় সভার আয়োজন করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।

আজ বুধবার (১০নভেম্বর) শহরের বাজারঘাটা পুকুড় পাড়ে কউক চেয়ারম্যান লে,কর্ণেল (অব:) ফোরকান আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌরসভার প্রধান নির্বাহী তরিকুল আলম, কউক সচিব (উপ সচিব) আবু জাফর রাশেদ, সদস্য প্রকৌশল লে: কর্নেল মো: খিজির খান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শ্রাবস্তী রায়, প্রেস ক্লাব সভাপতি আবু তাহের চৌধুরীসহ প্রকল্প সংশ্রিষ্টরা বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ঠিকাদারী প্রতিষ্ঠান সহ নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্টরা উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভায় জানানো হয়, ২০২২ সালের জুনের মধ্যে শহরের প্রধান সড়ক সংস্কারসহ প্রশস্তকরণ কাজ শেষ করে জনগণের চলাচলের সুবিধার্থে উন্মুক্ত করে দেয়া হবে বলে সভায় জানান কউক চেয়ারম্যান লে,কর্ণেল (অব) ফোরকান আহমদ। মতবিনিময় সভায় সাংবাদিক, সুশীল সমাজ সহ পৌরসভার বিশিষ্ট্ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com