ঢাকারবিবার , ১৫ মে ২০২২
আজকের সর্বশেষ সবখবর

আসামি ধরতে গিয়ে এক পুলিশ সদস্যের হাতের কবজি বিচ্ছিন্ন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

মে ১৫, ২০২২ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আসামি ধরতে গিয়ে এক পুলিশ সদস্যের হাতের কবজি বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের লোহাগাড়া থানার পুলিশ আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন মো. জনি (২৮) নামের এক পুলিশ কনস্টেবল। হামলার শিকার ওই পুলিশ কনস্টেবলের হাতের কব্জি কেটে নিয়েছে আসামি। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিনজন।

রবিবার (১৫ মে) সকাল ১০টার দিকে লোহাগাড়ার পদুয়া ৯ নং ওয়ার্ডের আধারমানিক লালারখিল এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত অন্য তিনজন হলেন এসআই মুজিবুর রহমান (৩৭), কনস্টেবল শাহাদত হোসেন (২৭) ও স্থানীয় আবুল কাশেম (৪০)।

স্থানীয়রা জানান, একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি কবির আহমদকে গ্রেপ্তার করতে রবিবার সকালে লোহাগাড়া থানার এসআই ভক্ত নেতৃত্বে পুলিশের একটি টিম তার বাড়ি ঘেরাও করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির আহমদের বাহিনী ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। তাদের ধারালো দায়ের কোপে পুলিশ কনস্টেবল জনির বাম হাতের কব্জি বিচ্ছিন হয়ে যায়। স্থানীয় আবুল কাশেম ও কনস্টেবল জনিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, একজন সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্য ও স্থানীয় লোক আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলমান। ঘটনার সাথে জড়িতদের আটকের প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি। ঘটনার পরপরে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com