ঢাকাশুক্রবার , ১৯ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আলীকদমে সোলার প্যানেল বিতরণ করলেন পার্বত্যমন্ত্রী-বীর বাহাদুর উশৈসিং এমপি

প্রতিবেদক
এম, কামরুল হাসান টিপু

মে ১৯, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

এম, কামরুল হাসান টিপু
বান্দরবান পার্বত্য জেলা

পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলায় পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যম বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায় শীর্ষক প্রকল্পের উপকারভোগীদের সোলার হোম সিস্টেম বিতরণ করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

শুক্রবার (১৯ই মে) সকাল সাড়ে ১১টার দিকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের দুর্গম এলাকার ৩৩৮টি হতদরিদ্র পরিবারের মাঝে সৌরবিদ্যুৎ সরঞ্জাম তুলেদেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা উপপরিচালক মো. লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওজেলা পরিষদ সদস্য বাবু লক্ষীপদ দাস,জেলা পরিষদের সদস্য মো. মোজাম্মেল হক বাহাদুর। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো. হারুন রশিদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত,আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোঃ শোয়াইব, আলীকদম উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ জামাল উদ্দিন, বান্দরবান জেলা পরিষদের সদস্য বাবু দুংড়িমং মার্মা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংশেথোয়াই মারমা সহ গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিগণ বিতরণের সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার জনগোষ্ঠীর জন্য খুবই আন্তরিক। প্রধানমন্ত্রীর নির্দেশে ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে অতিদুর্গম এলাকাগুলোতে যেখানে বিদ্যুৎ যায়নি, সেসব এলাকার জনগণের জন্য বিনামূল্যে এই সোলার সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। আগামী নির্বাচনে নৌকার পাশে থাকার জন্য জনগণের প্রতি অনুরোধ আহবান জানান।

এসময় উপকারভোগীরা জানান, তাদের পাড়ায় বিদ্যুৎ সংযোগ নেই। সামান্য মোবাইলে চার্জ দিতে হলেও পার্শ্ববর্তী বাজারের দোকানে যেতে হয়। এখন সোলার প্যানেল বাসায় বসিয়ে নিজ বাড়িতেই মোবাইল চার্জ, লাইট, ফ্যানসহ টিভি ব্যবহার করতে পারবো। তাই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com