ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভূতচতুর্দশী তে বর্ষসেরা ভুতের গল্পের বই প্রদান

প্রতিবেদক
বিউট দাশ - কলকাতা

অক্টোবর ৩০, ২০২৪ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

বিউটি দাশ – কলকাতা

আজ বাগনান নাগরিক কল্যাণ সমিতির উদ্যোগে
সকল নাগরিকদের আলোর উৎসব , জগদ্ধাত্রী পূজা, ছট পূজা ও বাঘেশ্বরী পূজার শুভেচ্ছা জানানো হয়।
ভূতচতুর্দশী উপলক্ষে বর্ষসেরা ভুতের গল্পের বই প্রদান করা হয় বিশিষ্ট পুস্তক প্রেমী ও ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু মাইতি মহাশয় কে। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রসুন কুমার মিত্র মহাশয়।
সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন আগামী ৫ ই নভেম্বর দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিবস পালন করা হবে বাঙ্গালপুর মহিলা বিকাশ কেন্দ্রে। ঐদিন উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয় বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণাভ সেন মহাশয় কে। উপস্থিত থাকবেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের নাতি ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন আর্কিটেকচার অধ্যাপক প্রসাদ রঞ্জন দাশ, বিশিষ্ট কবি বরুন চক্রবর্তী ও তাইওয়ানের বিশিষ্ট বিজ্ঞানী অমিতাভ দত্ত ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
এইদিন বাগনানের বাঙ্গালপুর অঞ্চলের সার্বজনীন লক্ষ্মী পূজা আয়োজনকারী ক্লাব গুলি কে বিশেষ সম্মান প্রদান করা হবে। কবি ও সমাজ সেবী বিউটি দাশ, সিরাজুল ইসলাম ঢালি, শান্তনু করাতি, উত্তম কুমার তরফদার কে সমাজ বন্ধু সম্মান প্রদান করা হবে। সবাইকে উপস্থিত থাকার আহবান জানান।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com