কক্সবাজার : কক্সবাজারে নেয়া হয়েছে ঈদ-উল-আযহা পালনের ব্যাপক প্রস্তুতি। ২১ আগস্ট কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি পরিদর্শন করেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন, পুলিশ সুপার একেএম ইকবাল হোসেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। ঈদের দিন সকাল আটটায় অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলার প্রধান জামাত। পৌরসভার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই জামাতে রয়েছে প্রায় ২০ হাজার মানুষের ঈদের নামাজ আদায়ের সুবিধা। এছাড়া শহরের বদর মোকাম জামে মসজিদ ও বায়তুশ শরফ জামে মসজিদে ঈদের জামাত হবে শুরু হবে সকাল সোয়া আটটায়। এ লক্ষ্যে সকল প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা।