ঢাকাবুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ফাইতং আওয়ামিলীগ উদ্যোগে প্রধানমন্ত্রী ৭৬তম জন্মদিন পালন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৮, ২০২২ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

ফাইতং আওয়ামিলীগ উদ্যোগে প্রধানমন্ত্রী ৭৬তম জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ ও অঙ্গ সংগঠন কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,মাদার অব হিউম্যানিটি দেশরত্ন শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন,কেক কেটার মাধ্যমে সম্পন্ন হয়েছে। বুধবার ( ২৮সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি মো. জালাল উদ্দীন কোম্পানি এর সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোঃ ওমর ফারুক’র উপস্থিতিতে কেক কাটা অনুষ্ঠিত হয়।

এরপর বাংলাদেশ আওয়ামীলীগ লামায় ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী’র ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে ফাইতং ইউনিয়ন ছাত্রলীগ আনন্দ র‌্যালি সহ যোগদান করেন।

প্রধানমন্ত্রী জম্মদিন ও আলোচনা সভা ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জালাল উদ্দীন কোম্পানি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমানুষের মুখে হাসি ফোটানো এক সফল রাষ্ট্র নায়ক। তাঁর সৃষ্টিশীল চিন্তা ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন, অর্থনীতি, তথ্য-প্রযুক্তির আধুনিকায়ন, গ্রামীণ অবকাঠামা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের ফলে বাংলাদশ এখন বিশ্ববাসীর কাছে উন্নয়নের ‘রোল মডল’। এ মহান রাষ্ট্র নায়কের নিরলস পরিশ্রমের ফলে সকল সূচকে বাংলাদেশ এখন অন্য দেশের তুলনায় অনেক এগিয় যাচ্ছে। জন্মদিনে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ দোয়া কামনায় করছি।

এই সময়ে উপস্থিত ছিলেন, ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ সহসভাপতি শহিদুল্লাহ মিন্টু, মাহামুদুর রহমান শুক্কুর, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ এইচ আহসান উল্লাহ , আইন সম্পাদক, মো.বেলাল উদ্দিন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ক্যম্রাউ মার্মা ও সুজা আকবর। মহিলা আওয়ামিলীগ সভাপতি, শাহেদা ইয়াসমিন শাহেদা, যুবলীগ সভাপতি বাবু থোয়াইং সানু মার্মা, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন জয়,সহ প্রমূখ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট