ঢাকামঙ্গলবার , ১৩ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

মানবতা – কবি এইচ রহমান মিলু

প্রতিবেদক
সিএনএ

জুলাই ১৩, ২০২১ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কোটি সন্তান দুধের শিশু
অনাহারে থাকে রোজ,
পাথুরে দেবের দুগ্ধ স্নানে
অযথা পূন্য খোঁজ ।

অর্থাভাবে বিনা পথ্যে
যে শিশুটি মারা গেলো,
মাজারে চাদর মোমবাতি জ্বেলে
মানবতা কি বা পেলো ?

মসজিদ কিবা মন্দির গড়ে
ভাবো পূন্য কিনিছো বেশ,
নামাজ, পুজা কে করিবে সেথা
যদি মানুষ মরিয়া শেষ ?

তোমার গৃহের পাশের কেহ
যদি অনাহারে মরে যায়,
কোরআন বলছে স্বচ্ছল তুমি
তবে নিতে হবে এর দ্বায়।

সম্পর্কিত পোস্ট