প্রিয় রবীন্দ্রনাথ
পৃথ্বীশ চক্রবর্ত্তী
কবিতা পাঠ করতে করতে
লিখতে দেবো হাত
এমন সময় দেখি আমি
কবি রবীন্দ্রনাথ।
গল্প, ছড়া পড়তে পড়তে
লিখতে যে দিই হাত
চোখের সামনে আছেন দেখি
স্বয়ং রবীন্দ্রনাথ।
গাইতে গাইতে গান লিখতে
বাড়াই আমার হাত
তখনও ঠিক পেলাম আমি
ঠাকুর রবীন্দ্রনাথ।
সাহিত্যেরই যে শাখাতে
বাড়াই আমার হাত
সেখানটাতে পেয়ে যাই যে
প্রিয় রবীন্দ্রনাথ।
এমন কোনো শাখা তো নেই
রবীন্দ্রনাথ ছাড়া
কবিগুরু বলেন হাতটা
শক্ত করে বাড়া।