খালেদ মুহিউদ্দিন : সরকারি কর্মকর্তারা গত কয়েকদিনে যেসব কারণে সংবাদের শিরোনাম হয়েছেন তার কয়েকটির দিকে চোখ বুলানো যাক? অতিরিক্ত সচিবের কারণে ফেরি আটকে থাকে বলে অ্যাম্বুলেন্সে মুমূর্ষু রোগী মারা গেছে?একজন কারা কর্মকর্তার বাড়িতে ঘুষের ৮০ লাখ টাকা পাওয়া গেছে? সরকারি ব্যবস্থাপনায় হজ্ব করতে যান সরকারি কর্মকর্তারা আর তার দেখভাল করতে গেছেন প্রধান নির্বাচন কমিশনার? সরকারি কর্মকর্তার পানিতে পড়া মোবাইল উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন সরকারি ডুবুরি দল?একজন অতিরিক্ত সচিব গবেষণার জন্য একজন অধ্যাপককে হুমকি-ধমকি দেন?প্রতিযোগীদের ছাড়াই মন্ত্রণালয়ের কর্মকর্তারা গেলেন নাসায়?সরল বিশ্বাসে করা কোনো কাজ সরকারি কর্মকর্তাদের দুর্নীতি হিসেবে বিবেচিত হবে না দুদক প্রধানকে পেনাল কোড স্মরণ করিয়ে দেওয়া হয় ডিসি সম্মেলনে?
পাঠক, কী মনে হচ্ছে? সরকারি কর্মকর্তারা কি নিজেদের দেশের মালিক আর আমাদের প্রজা ভাবতে শুরু করেছেন? নাকি তারা পুরস্কার পাচ্ছেন কোনো অতিরিক্ত দায়িত্ব পালনের? আমাদের ধারণা ভুল হতে পারে? তবে বেসামরিক বা সামরিক আমলারা যে অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি ক্ষমতাশালী সে বিষয়ে অনেকেরই কোনো সন্দেহ নেই? সরকারি কর্মকর্তারা কোনো জনবিচ্ছিন্ন গোষ্ঠী নন? তারা আমাদের বোন, আমাদেরই ভাই? তারা যদি নিজেদের শাসক ভাবতে শুরু করেন, তবে এর দায় নিশ্চয়ই আমাদেরও? নিজেদের যারা জনপ্রতিনিধি মনে করেন তারা নিশ্চয়ই বিষয়টি দেখবেন?আমরা দেখতে চাই এসব কাজের কোন কোনগুলো অপরাধ? আর এসব অপরাধের জন্য কে কোন শাস্তি পাচ্ছেন? মনে রাখতে হবে, বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্র যেখানে জনগণই সব ক্ষমতার মালিক। ফেসবুক থেকে