নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ইয়াং হিলি। এ সময় রোহিঙ্গাদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলাপ করেন। ২১ জানুয়ারি দুপুরে প্রথমে বান্দরবানের ঘুমধুমের তুমব্রু রোহিঙ্গা ক্যাম্পে যান তিনি। সেখানে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ। এছাড়াও তিনি উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরের ক্যাম্প ঘুরে দেখেন। ৯ সদস্যের একটি প্রতিনিধি দল তার সফর সঙ্গী হিসেবে ছিলেন।
তুমব্রু সীমান্ত ক্যাম্পের রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, মিয়ানমার অনেকবার আমাদের এখান থেকে সরিয়ে দিতে চেয়েছে। আমরা সাহস হারায়নি। এখন নতুন করে খালে বাঁধ দিচ্ছে তারা। যা বাস্তবায়িত হলে বর্ষায় আমাদের ঝুপড়িঘর তলিয়ে যাবে। আমি মিয়ানমারের এসব অপতৎপরতা তার নজরে আনার চেষ্টা করেছি। এর আগে সকাল ১১টায় বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজার আসেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি। সেখান থেকে সড়ক পথে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে যান তিনি। উল্লেখ্য, ১৯ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশে আসেন মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হিলি। ২৪ জানুয়ারি বাংলাদেশ সফরের শেষদিন ইয়াং হি লি এক সংবাদ সম্মেলনে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।