জসিম সিদ্দিকী:কক্সবাজারের মহেশখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছে ৬টি জলদস্যু বাহিনীর ৪৩ জন সদস্য। ২০ অক্টোবর বেলা ১২টার দিকে মহেশখালীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে অস্ত্র জমা দেয়ার পাশাপাশি স্বাভাবিক জীবনে ফিরে আসার আকাঙ্খাও ব্যক্ত করেন তারা।
আত্মসমর্পণকারী জলদস্যু বাহিনীর সদস্যদের মধ্যে আনজু বাহিনীর ১০ জন, রমিজ বাহিনীর ২ জন, নুরুল আলম প্রকাশ কালাবদা বাহিনীর ৬ জন, জালাল বাহিনীর ১৫ জন, আইয়ুব বাহিনীর ৯ জন ও আলাউদ্দিন বাহিনীর ১ জন সদস্য রয়েছে। তারা মোট ৯৪টি অস্ত্র জমা দিয়েছেন।
আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে ছিলেন, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, র্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম। র্যাবের চট্টগ্রামের অধিনায়ক লেঃ কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ সভাপতিত্বে এই আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে কক্সবাজারের সন্ত্রাসী জনপদ উপকূলীয় ২ উপজেলা কুতুবদিয়া-মহেশখালীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ১২ জন জলদস্যুসহ ৬টি বাহিনীর ৪৩ জন আত্মসমর্পণ করেন। ওই সময় ৯৪টি অস্ত্র এবং ৭ হাজার ৬শত ৩৭ রাউন্ড গোলাবারুদ র্যাবের হাতে তুলে দেন।