ঢাকামঙ্গলবার , ৭ জুন ২০২২
আজকের সর্বশেষ সবখবর

লামায় এসএসসি পরিক্ষার্থী ধর্ষণকারী দুইজনকে আটক করেছে র‍্যাব

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

জুন ৭, ২০২২ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

লামায় এসএসসি পরিক্ষার্থী ধর্ষণকারী দুইজনকে আটক করেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানের লামায় অভিযান চালিয়ে এসএসসি স্কুলছাত্রী ধর্ষণকারী দুইজন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

(৭ জুন মঙ্গলবার) সকালে চকরিয়া ডুলাহাজারা বাজার এলাকায় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি স্মার্ট মোবাইল, নগদ অর্থ ও একটি হাতের ঘড়ি উদ্ধার করা হয়।

আটককৃত মোঃ শাহ আলী (২৪), পিতা-মনোয়ার আলী ও অপর একজন মোঃ আল আমিন (২২), পিতা-ইদ্রিস আলী। তারা লামা উপজেলায় ৬ নং ওয়ার্ডের রুপসীপাড়া পাড়া বাসিন্দা।

র‍্যাব প্রেস রিলিজে জানা যায়, বিভিন্ন অনলাইন পোর্টালে ধর্ষণের ঘটনাটি প্রকাশিত হলে র‍্যাব-১৫ নজরে আসে। এসময় র‌্যাবের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে ধর্ষকারী দুজনকে চকরিয়া ডুলাহাজারা বাজার এলাকায় তাদেরকে আটক করতে সক্ষম হয়।

লামা থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী নিশ্চিত করে জানান, আটককৃত দুইজন আসামীকে সন্ধ্যায় থানা হস্তান্তর করেছে র‍্যাব।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com