মাগুরার মহম্মদপুরে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ি এনেছেন আব্বাস আল কোরেসী নামে এক ছাত্রলীগ নেতা।
কোরেসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি।
তিনি ২০১৩-১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ভর্তি হয়ে পড়ালেখা শেষ করেন।
শুক্রবার (২০ আগস্ট) বিকেলে মহম্মদপুর আমিনুর রহমান ডিগ্রি কলেজ মাঠে হেলিকপ্টারে নববধূকে নিয়ে পৌঁছালে সাধারণ মানুষ নববধূকে এক নজর দেখতে ভিড় করেন।
আব্বাস আল কোরেসী বলেন, অনেক দিনের একটা স্বপ্ন ছিল, হেলিকপ্টারে করে বিয়ে করতে যাওয়ার। সেই স্বপ্ন পূরণ হয়েছে।
আমাদের জন্য দোয়া করবেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাগুরার সরকারি গার্লস স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক মৃত এটিএম আব্দুল ওমর ফারুকের বড় ছেলে আব্বাস আল কোরেসী।
আব্বাস পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. আমিনুর রহমানের কন্যা ফরিদপুর মেডিক্যাল কলেজের শেষ বর্ষের ছাত্রী জান্নাতুল নাইমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
ঢাকার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে তাদের বিবাহোত্তর সংবর্ধনা হয়। পরে বর আব্বাস তার স্ত্রী জান্নাতুল নাইমাকে নিয়ে হেলিকপ্টারে করে মহম্মদপুর আমিনুর রহমান কলেজ মাঠে নামেন। খরব শুনে কলেজ মাঠে শত শত মানুষ ভিড় করেন। বর ও নববধূ হেলিকপ্টার থেকে নামলে তাদের বরণ করে নেন পরিবারের লোকজন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে আসার ব্যাপারে লিখিত অনুমতি নিয়েছিলেন আব্বাস।