ঢাকাবৃহস্পতিবার , ৯ আগস্ট ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা কার্যক্রম উদ্বোধন

প্রতিবেদক
সিএনএ

আগস্ট ৯, ২০১৮ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

জসিম সিদ্দিকী: সড়ক দুর্ঘটনা ও সড়ক বিশৃঙ্খলা রোধে জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট ও সচেতনতা কার্যক্রম এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন। ৯ আগস্ট বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, ট্রাফিক পুলিশ, বিআরটিএ, বাংলাদেশ আনসার ও বিএনসিসি সড়ক দুর্ঘটনা ও সড়ক বিশৃঙ্খলা রোধে সার্বিক সহায়তা অব্যাহত রেখেছে, এ ছাড়া পরিবহন সংশ্লিষ্টরাসহ সর্বোপরি সকলের সহায়তাই হতে পারে নিরাপদ সড়ক ।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: আশরাফুল আফসার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটবৃন্দ, বিআরটিএর কর্মকর্তারাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে শহরের লিংক রোড এলাকায় লাইসেন্স ও ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে ভাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সেলিম শেখের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন পরিবহনের কাছ থেকে ১৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় বিআরটিএর মোটর পরিদর্শক আরিফুল ইসলাম টিপু,বিএনসিসি, আনসারসহ আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট