স্পোর্টস ডেস্ক: চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হারলো বাংলাদেশের মেয়েরা। এই জয়ে সিরিজ নিশ্চিতের পাশাপাশি সফরকারী পাকিস্তান ২-০তে লিড নিয়েছে।
প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাজেভাবে হেরেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচে ৭ উইকেটে হারতে হলো ম্যাচ। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ মাত্র ৮১ রান। জবাবে ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে পাকিস্তান। ৮২ রানের সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতেই ৩২ রান তুলে নেন আয়েশা জাফর এবং নাহিদা খান। আয়েশা ১৩ রান করে রুমানার বলে আউট হলেও আরেক ওপেনার নাহিদা খান ৪০ বলে করেন ৩৩ রান। ফাহিমা খাতুনের বলে আউট হন তিনি। মাঝে মুনিবা আলি ৫ রান করে সাজঘরে ফেরেন। তিন নম্বরে নামা অধিনায়ক জাভেরিয়া খান ৩৭ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। ২ রানে অপরাজিত থাকেন নিদা দার।