ঢাকাশুক্রবার , ৬ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সালিশি বৈঠক শেষে বিচারককে অপহরণ ও হত্যার চেষ্টা করেন সন্ত্রাসী মুনাফ সিকদার বাহিনী।

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৬, ২০২৩ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সালিশি বৈঠক শেষে বিচারককে অপহরণ ও হত্যার চেষ্টা করেন সন্ত্রাসী মুনাফ সিকদার বাহিনী।

নিজস্ব প্রতিবেদক :

৫ই অক্টেবর বিকাল ৫ ঘটিকার সময় কক্সাবাজার সদর সহকারী কমিশনার ভূমি অফিস কার্যালয়ে খুরুশকুলের আশ্রয়ণ প্রকল্প এলাকার বিচারিক বিষয় নিয়ে সমাধানে জন্য ৬ ওয়ার্ডের মেম্বার স্বপন কান্তি দে কে ফোনে ডাকেন সহকারী কমিশনার ভূমি। পরে দুই পক্ষেকে বিরোধীয় বিষয় নিয়ে একটি সালিশি বৈঠক ডাকা হয়। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সালিশকারক খুরুশকুল ইউনিয়েনের ৬নং ওয়ার্ডের এম ইউপি সাংবাদিক স্বপন দে কে এক পক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসী মোনাফ সিকদার (প্রকাশ গুজা মোনাফ)এর নেতৃত্বে অপহরণ ও হত্যার চেষ্টা চালায়। এ সময় সদর এসিল্যান্ড এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় সাংবাদিক স্বপন দে’র ব্যবহৃত মটর সাইকেলটি ভাংচুর এবং তার মোবাইল ও পকেটে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।এই ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন।

সন্ত্রাসী মোনাফ সিকদারকে গ্রেফতারের দাবী জানিয়েছেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ,জাতীয় হিন্দু মহাজোট, কক্সবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। নেতারা বলেন একজন হিন্দু জনপ্রতিনিধির উপর এধরণের হামলা সাম্প্রদায়িক উস্কানি দেয়ার ইন্ধন। এছাড়া সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে হিন্দু সম্পদের উপর এ ধরনের আক্রমণ শুভ লক্ষণ নয়। নেতাদের দাবী প্রশাসন যেন দ্রুত সময়ে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

সম্পর্কিত পোস্ট