ভারতের বিহারের কিশানগঞ্জের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, কঙ্কাই নদীর পলসা ঘাটে সদ্য বিবাহিত স্ত্রীকে কাঁধে নিয়ে নদী পার হচ্ছেন বর।
শনিবার লোহাগাড়া গ্রাম থেকে বর শিব কুমার সিং লোকজন সহকারে পালসা গ্রামে বিয়ে করতে গিয়েছিলেন। তবে ফেরার সময় বাধে বিপত্তি। নৌকা অনেকটা এলেও শেষের দিকে এসে আর এগোতে পারছিল না। উপায়ন্তর না পেয়ে সদ্য বিবাহিত বউকে কাঁধে তুলে নিয়ে নদী পার হতে শুরু করেন স্বামী।
সেখানে থাকা অন্যরা সেই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। দ্রুত তা ভাইরাল হয়। পলসা ভারতের একটি সীমান্তবর্তী গ্রাম। এরপরেই রয়েছে নেপাল। ফলে কঙ্কাই নদীর ওপর সেতু তৈরি করা সম্ভব হয়নি।
অনেক নেটিজেনেরা আবার এই ঘটনার সঙ্গে ‘বাহুবলী ২’-এর একটি দৃশ্যের মিল পেয়েছেন। দেবসেনাকে বিয়ে করে সঙ্গে নিয়ে ফেরার সময় দেবসেনা যাতে নৌকায় উঠতে পারেন, সে কারণে নদীতে নেমে দাঁড়িয়েছিলেন বাহুবলী। তার কাঁধে উঠেই নৌকায় পৌঁছান দেবসেনা। খানিকটা সেই দৃশ্যই যেন উঠে এলো রবিবার বিহারের কিশানগঞ্জে। সূত্র: ইন্ডিয়া টাইমস।