ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সদর উপজেলাধীন হাট-বাজারের ইজারা সম্পন্ন

প্রতিবেদক
আনোয়ার হোছন

মার্চ ১৪, ২০২৩ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

(আনোয়ার হোছন)

কক্সবাজার সদর উপজেলার আওতাধীন হাট-বাজার ইজারার ১ম পর্যায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল ১৩ই মার্চ রোজ সোমবার দুপুর ২টার পরে সদর উপজেলাস্থ সম্মেলন কক্ষে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে বিকাল ৪টার দিকে শেষ হয়। উক্ত টেন্ডার কার্যক্রম পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: জাকারিয়া। এতে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: জিল্লুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সদর থানা পুলিশ, সাংবাদিক ও ব্যবসায়ীরা।

প্রকাশ্যে ও জনসম্মুখে বিভিন্নজনের দরপত্রে উল্লেখিত বাজার মূল্য ঘোষনা হয়। সর্বোচ্চ মূল্যদাতা হিসাবে ইসলামপুর বাজার পান শামসুল আলম, ইসলামপুর নতুন অফিস বাজার পান জাফর আলম, পোকখালী মুসলিম বাজার পান জাহাঙ্গীর এন্টারপ্রাইজ,ইসলামাবাদ ফকিরা বাজার পান শামসুল আলম, কালিরছড়া বাজার পান রমজানুল আলম, চৌফবাজার পান ছৈয়দ আলম, ভারুয়াখালী বাজার পান আল্লাহ মালিক ট্রেডার্স, ভারুয়াখালী আনুর দোকান পান আবুল কাশেম, পিএমখালী জুমছড়ি বাজার পান হাফিজুর রহমান লাভলু, নুর মোহাম্মদ চৌধুরী বাজার পান আবু তাহের, খুরুশকুল টাইম বাজার পান মঞ্জুর আলম, নতুন অফিস বাজার পান নুরুল হুদা, বঙ্গবন্ধু বাজার পান বদিউল আলম, খরুলিয়া বাজার পান সরোয়ার কামাল ও ঈদগাঁও বাজার পান রমজানুল আলম।

হাট-বাজার ইজারায় অংশ গ্রহণকারী সকল দরপত্র দাতাদের উদ্দেশ্য করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকারিয়া বলেন, নির্দিষ্ট তারিখের মধ্যে কেউ অবশিষ্ট টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে দরপত্রের সাথে দাখিলকৃত টাকা বায়জাপ্ত বলে গন্য হবে এবং সরকারি রাজস্ব আদায়ে সবার সহযোগীতা কামনা করেন এই কর্মকর্তা। উল্লেখ্য যে গত ০৬/০২/ ২০২৩ইং তারিখের হাট-বাজার ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগামী ২৩/০৩/২০২৩ইং তারিখের ২য় পর্যায় ও ০৩/০৪/২০২৩ইং তারিখে ৩য় পর্যায়ের ইজারা কার্যক্রম সম্পন্ন হওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ আছে।

সম্পর্কিত পোস্ট