নিজস্ব প্রতিবেদক
সদরের ভারুয়াখলীতে প্রবাসী নুরুল আলম নামের এক ব্যাক্তির জায়গা জবর দখলের অভিযোগ ওঠেছে স্থানীয় কতিপয় প্রভাবশালীদের বিরুদ্ধে।
ভারুয়াখালী ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় খুরুশকুলের বাসিন্দা ছালে আহাম্মদ এর ওয়ারিশ গণের কাছ থেকে ৭০৯ খতিয়ান মূলে
২০০৩ সালে ৩ একর ৩৪শতক ০৯ শতাংশ জায়গা ক্রয় করেন এবং পরবর্তীতে নিজের নামে
১৭৮২ নং নতুন খতিয়ান সৃজন করেন।
কিন্তু গেল কয়েক বছর ধরে
২২৭ দাগ থেকে পাশ্ববর্তী কাসমির, শওকত, জিয়াউর রহমান, আলী হোছন আড়াই কানি জবর দখল করে ভোগ করছে বলে অভিযোগ রয়েছ।
এছাড়াও ৩০ দাগ থেকে খুরুশকুল এলাকার ফরিদ ৬০শতক জায়গা দখল করে নিয়েছে।
প্রবাসী নুরুল আলম জানান, আমরা চারভাই সৌদি আরবে থাকা কালীন সময়ে উক্ত জায়গা ক্রয় করি এবং দখল বুজে নিয়ে চাষাবাদও শুরু করি।
গত কয়েক বছর পূর্বে আমি প্রবাসে থাকা কালীন সময়ে জোর পূর্বক নিজেদের দাবি করে অবৈধভাবে দখল করে নিয়েছে।
জমি দখলের বিষয়ে অভিযুক্ত শওকত
এর কাছে জানতে চাইলে তিনি উক্ত জায়গা একাজ বদল হয়েছে বলে দাবি করেন। চলতি মৌসুমে লবণ চাষ শেষ হলে নুরুল আলামের জাগয়া বুঁজিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
এলাকার সচেতন মহল জানান, প্রশাসন প্রকৃত মালিককে তার জায়গা বুঁজিয়ে দিলে অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পাবে দুই পরিবার।
নিজেদের জায়গা ফেরত পেতে প্রশাসনসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী নুরুল আলমের পরিবার।