ঢাকাবুধবার , ২০ অক্টোবর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

সত্য! গিলে ফেললেন মোবাইল ফোন, তারপর?

প্রতিবেদক
সিএনএ

অক্টোবর ২০, ২০২১ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

জেলখানায় কয়েদির হাতে মোবাইল ফোন নিষিদ্ধ বস্তু। তবু এর প্রতিই দুর্নিবার আকর্ষণ থাকে বন্দিদের। মিসরের কারাবন্দি মোহাম্মদ ইসমাইলের কাছে মোবাইল ফোন যেন সোনার চামচ। তাই সঙ্গে একটা ছোটখাটো ফোন রাখতে এতটাই মরিয়া ছিলেন যে সেটা গিলেই ফেলেছিলেন।

কিন্তু প্লাস্টিকের ফয়েলে মোড়ানো বেয়ালা মোবাইল ফোনটা ‘সময়মতো’ বের হয়নি। কাউকে বলতেও পারছিলেন না বিষয়টা। এভাবে কেটে গেলো টানা ছয় মাস।

শেষে এক দিন যখন পেটের ব্যথা অসহনীয় ঠেকলো সেদিন ইসমাইলকে শুয়ে পড়তে হলো অস্ত্রোপচারের টেবিলে। ছুরি-কাঁচির ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে তার অন্ত্র থেকে বেরিয়ে এলো একখানা ফোন।

ইসমাইল জানালেন, গার্ডদের কাছ থেকে লুকানোর জন্য এ কাজ তিনি আগেও অনেকবার করেছেন। কিন্তু প্রতিবারিই প্লাস্টিকে মোড়ানো ফোনটা অক্ষত বের হয়ে আসতো। এবার কেন যেন বিদ্রোহ করে ওটা। তবে অবাক করা বিষয় হলো, গত ছয় মাস তিনি স্বাভাবিকই ছিলেন। এমনকি এর মাঝে তার কোষ্ঠকাঠিন্য পর্যন্ত হয়নি।

সূত্র: স্কাই নিউজ অ্যারাবিয়া

সম্পর্কিত পোস্ট