কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ২ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পুরাতন রোহিঙ্গা শিবিরের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, উদ্ধার করা লাশ দুটির একজন শামশুল হুদা (৩৩), তিনি স্থানীয় ইয়াবা ব্যবসায়ী নুরুল হুদার ভাই। আরেকজন হলেন রহিম উল্লাহ (২২), তিনি লেদা রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে লেদা রোহিঙ্গা শিবিরের পাশের পাহাড়ি ছড়ায় দুটি লাশ দেখতে পান। পরে টেকনাফ থানার পুলিশকে খবর দিলে তারা গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
স্থানীয় মোহাম্মদ আব্দুল্লাহ ও ইসহাক বলছেন, হ্নীলা ইউয়িন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল হুদার ভাই শামসুল হুদার লাশ গলাকাটা অবস্থায় ছিল। আর অপরজন রহিম উল্লাহর লাশ ছিল বস্তাবন্দী।
এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ইয়াবা সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। পুলিশ প্রকৃত ঘটনা উৎঘাটনের জন্য তদন্ত চালাচ্ছে।
নিহতদের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানোর হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।