মনের কাননে ওই লেগেছে হাওয়া,
কুসুমিত এক শুভ্র গোলাপ চন্দনে।
নদীর মতো জোয়ার- ভাটা খেলে,
কোথা গেলে পাবো প্রিয়সী তোকে?
আম্র কাননে কত খুঁজেছি তোকে?
নরম ঘাসের মিষ্টি মাখানো গন্ধে।
নূপুর পায়ে ছন্দ বাজিয়ে আসবে?
আমার পাগল ওই কৃষ্ণ বাঁশিতে..।
আর বাজেনা প্রিয়সী সুর ছন্দে,
কোথা গেলে পাবো তোমায় খুঁজে।
রূপসী তোমার ওই শান্তির নীড়ে..
আমি শঙ্খচিলের মতো খুঁজেছি তোকে।
আমার নদীর ওই স্রোতধারা কূলে…
তোমাকে বাঁধবো একদিন না একদিন…
বিরহ ব্যথার ভাঙা কুঁড়ে ঘরে!
°°°°°°°