টস জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন অধিনায়ক হারমানপ্রিত কর। ৩২ রান আসে দীপ্তি শর্মার ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে বল হাতে ২১ রান খরচায় ৩ উইকেট তুলে নেন রুমানা আহমেদ। একটি উইকেট শিকার করেন অধিনায়ক সালমা খাতুন।
জবাবে ব্যাটে নেমে দলীয় ২৯ রানের সময় ওপেনার আয়েশা রহমানকে (১২) হারায় বাংলাদেশ। এরপর ৩৩ রান করে পুজা ভাস্ত্রেকারের শিকারে পরিণত হন আরেক ওপেনার শামিমা সুলতানা। এরপর দলের হাল ধরেন ফারজানা হক। চতুর্থ ইউকেটে নামা নিগার সুলতানা ১ রানে ফিরলেও ফারাজানাকে দারুণ সঙ্গ দিয়ে যান রুমানা আহমেদ। শেষ পর্যন্ত এ দু’জনের ব্যাটেই ২ বল হাতে রেখে সাত উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। অর্ধশতক হাঁকান ফারজানা। ৪২ রানে অপরাজিত থাকেন রুমানা।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর পাকিস্তনের বিপক্ষে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এবার ভারতের বিপক্ষে এলো ঐতিহাসিক জয়।