ঢাকাবুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

রামু রশিদ নগরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক মাসুম।

প্রতিবেদক
আনোয়ার হোছন

সেপ্টেম্বর ১১, ২০২৪ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

রামু রশিদ নগরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক মাসুম।

(আনোয়ার হোছন)

ছাত্রজনতার আন্দোলনের মুখে রামু উপজেলার রশিদনগর ইউনিয়ন পরিষদের বিতর্কিত চেয়ারম্যান শাহ আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,কক্সবাজার জেলার রামু উপজেলার রশিদ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি শাহ আলমের অপসারণের দাবিতে স্থানীয় পর্যায়ে আন্দোলন চলমান রয়েছে। আন্দোলনকারীরা নানাবিধ অনিয়ম ও ব্যক্তিগত ও রাজনৈতিক মতবিরোধের অভিযোগে ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেয়।

এমতাবস্থায় ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার স্বার্থে স্থানীয় সরকারের আদেশের প্রেক্ষিতে রামু উপজেলার রশিদ নগর ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যান-১ আব্দুল মালেক মাসুমকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হল।

উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার আশঙ্কা সহ অসুস্থতার কারণ দেখিয়ে ইউপি চেয়ারম্যান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। উক্ত পরিষদের ৩ সদস্য বিশিষ্ট চেয়ারম্যান প্যানেল গঠন পূর্বক উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এ কার্যালয়ে প্রেরণ করেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com