ঢাকাসোমবার , ২ জুলাই ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বিমান বিধ্বস্ত, দুই পাইলটের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
সিএনএ

জুলাই ২, ২০১৮ ৪:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

jessore
নিউজ ডেস্ক: যশোরের বুকভরা বাঁওড়ে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রোববার রাতের এ ঘটনায় ২ পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন স্কোয়াড্রেন লিডার এনায়েত করিম ও স্কোয়াড্রেন লিডার সিরাজুল ইসলাম।

তবে বিরূপ আবহাওয়া ও রাতের কারণে বিমানটির প্রকৃত অবস্থান এখনও জানা যায়নি। ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

যশোর বিমান বন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান জানিয়েছেন, রোববার রাত ৯টা ২০ মিনিটে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর সেটি যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়ের মধ্যে পড়ে যায়। বিমানটিতে দুজন পাইলট ছিলেন।

সম্পর্কিত পোস্ট