আত্মীয় মারা গেছেন, তাই গ্রামের বাড়ি রাজশাহীতে যাবেন—পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে গাবতলী চেকপোস্টে একটি মাইক্রোবাসের যাত্রীরা এমন তথ্য দেন। কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করলে মারা যাওয়া আত্মীয়ের বিষয়ে কোনও তথ্য দিতে পারছিলেন না তারা। একেক সময় একেক বক্তব্য দিচ্ছিলেন। পুলিশ সদস্যদের সন্দেহ হলে গাড়িটি বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
গাবতলী থেকে প্রাইভেটকারটি ১৪ জন যাত্রী নিয়ে রাজধানীর বাইরে যাচ্ছিল। শুক্রবার (২ জুলাই) দুপুরে গাবতলী চেকপোস্ট এলাকায় সরেজমিন ঘুরে এসব তথ্য পাওয যায়।
চেকপোস্টে থাকা মিরপুর বিভাগের গাবতলী জোনের ট্রাফিক সার্জেন্ট আবুল আলা মওদুদ বলেন, ‘তারা একেক সময় একেক তথ্য দিচ্ছিলেন। যিনি মারা গেছেন তাদের সঙ্গে তার কী সম্পর্ক সে বিষয়ে সুস্পষ্টভাবে কিছু বলতে পারেননি তারা। বিষয়টি নিয়ে আমাদের সন্দেহ তৈরি হয়। মানুষের মৃত্যু নিয়ে মানুষ এখন মশকরা শুরু করেছে। আমরা গাড়িটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি।’