ঢাকারবিবার , ২৫ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

মাছ ধরার জালে আটকা পড়ে এক জেলের মৃত্যু

প্রতিবেদক
সিএনএ

জুলাই ২৫, ২০২১ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের পেকুয়ায় মাছ ধরার জালে আটকা পড়ে এক জেলের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝির ঘোনাস্থ ভোলা খালে এ ঘটনা ঘটে। মৃত শাহাব উদ্দিন (৪৭) উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝির ঘোনা এলাকার বাসিন্দা

বারবাকিয়া ইউপির চেয়ারম্যান মওলানা বদিউল আলম জেলের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে চেয়ারম্যান বলেন, ‘পেকুয়ায় ভোলা খালে জাল বসিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিল শাহাব উদ্দিন। প্রতিদিনের মতো আজও বিকেল সাড়ে ৫টার দিকে মাছ ধরার জন্য খালে জাল বসায় সে। এক পর্যায়ে পানির স্রোতে জালের ভেতর আটকা পড়ে শাহাব উদ্দিন। অন্যান্য জেলেরা দ্রুত জালটি উঠিয়ে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কানন সরকার বলেন, ‘মাছ ধরতে গিয়ে এক জেলে মারা গেছেন বলে জেনেছি। ঘটনাটি খুবই মর্মান্তিক।’

সম্পর্কিত পোস্ট