মগবাজার ওয়ারলেস এলাকায় বিস্ফোরণে ঘটনায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুজন মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউট মিলে ৪৮ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
রোববার (২৭ জুন) রাতে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক পার্থ শঙ্কর পাল বলেন, আমরা ১০ জন রোগী পেয়েছি। একজন আগেই মারা গেছেন।
নয়জনের গুরুতর আঘাত রয়েছে। দগ্ধ হয়েছেন দু’জন।
ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, মগবাজারের ওয়ারলেস এলাকায় বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিক্যাল হাসপাতালের জরুরি বিভাগসহ শেখ হাসিনা বার্নে এখন পর্যন্ত ৪৮ জন চিকিৎসাধীন।
শেখ হাসিনা বার্নে আহত রায়হানুল গাফফার নয়ন জানান, ঘটনার সময় তিনি যাত্রীবাহী বাসে ছিলেন।
হঠাৎ বিকট বিস্ফোরণের বাসের কাচ ভেঙে তিনি আহত হন।
আহত এক পথচারী জামাল জানান, তিনি মতিঝিলে একটি হোটেলে চাকরি করেন। সেখান থেকে মগবাজার বাসায় ফেরার পথে মগবাজার ওয়ারলেস মোড় থেকে গ্লাস পড়ে তিনি আহত হন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শেখ হাসিনা বার্ন ও জরুরি বিভাগ মিলে মোট ২৭ জন রোগী চিকিৎসাধীন।