ঢাকাশনিবার , ৬ অক্টোবর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

ভূমি অধিগ্রহণ অফিসে দুর্নীতির আখড়া, হয়রানি বন্ধের দাবী

প্রতিবেদক
সিএনএ

অক্টোবর ৬, ২০১৮ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার: কক্সবাজার ভূমি অধিগ্রহণ অফিসের অনিয়মে সরকারের উন্নয়ন অর্জন ম্নান হচ্ছে উল্লেখ করে কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেছেন, বর্তমান সরকার কক্সবাজারে সবচেয়ে বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। রেললাইনসহ সব প্রকল্পে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে জেলা ভূমি অধিগ্রহণ অফিস। এখানে কর্মরত সার্ভেয়ারেরা ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের কাছ থেকে লাখে ৭ থেকে ১৫ শতাংশ কমিশন হাতিয়ে নিচ্ছে। দাবি পূরণ না হলে ভোগান্তিতে ফেলা হয়। ফলে নিরবে সহ্য করে অনিচ্ছা সত্ত্বেও কমিশন দিচ্ছে ভুক্তভোগিরা। যা ক্ষতিগ্রস্তদের মাঝে সরকার সম্পর্কে বিরূপ ধারণা তৈরী করছে। গতকাল কক্সবাজারে জাতীয় উন্নয়ন মেলার ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন, আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কমল এ অভিযোগ তুলেন। কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি কমল আরও বলেন, সার্ভেয়ারদের লাগামহীন দুর্নীতির কারণে বিমানবন্দর থেকে শুরু করে সব প্রকল্পে জটিলতা তৈরী হচ্ছে। বিঘœ ঘটছে সরকারের মহৎ উদ্যোগে। তারা পরিচয় জানার পরও আমার আত্মীয়দের কাছ থেকেও টাকা চেয়েছে এবং অনেকের কাছ থেকে নিয়েছে। গুটিকয়েক সার্ভেয়ারের কারণে সরকারের দুর্নাম হোক, সেটা আমরা চায় না। আপনি (ডিসি) এসব দুর্নীতিবাজ সার্ভেয়ারদের দ্রুত বিদায় করে নতুন সার্ভেয়ার নিয়ে আসেন। প্রয়োজন হলে ভূমি অধিগ্রহণ শাখায় ম্যাজিস্ট্রেট আরও বাড়িয়ে দেন। সরকারের ভাবমূর্তি নষ্ট হতে দেবেন না। বক্তব্যের এক পর্যায়ে মেলার মঞ্চের সামনে উপস্থিত লোকজনকে উদ্দেশ্য করে সাংসদ কমল প্রশ্ন করেন, সার্ভেয়ারেরা যে কমিশনের নামে দুর্নীতি করছে এটা সঠিক কিনা? উপস্থিত সকলে জোর গলায় ‘হ্যাঁ’ বলে তার প্রশ্নের উত্তর দেন। আর নানা পেশার চিহ্নিত শতাধিক দালাল এলএ অফিসের কর্মকর্তাদের সাথে হাত মিলিয়ে দালালি করে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলেও উল্লেখ করেন এমপি কমল। এসব দুর্নীতি আর হয়রানি বন্ধের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দাবী জানান কক্সবাজারের সাধারণ জনতা।

সম্পর্কিত পোস্ট