আন্তর্জাতিক ডেক্স:
করোনাকালে গত বছর জাতিসংঘের সাধারণ অধিবেশন হয়নি। এবার ১৯৪টি দেশের বিশ্ব নেতারা করোনা পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়। এর ২৫ দিন পর জাতিসংঘের ২৯তম অধিবেশনে তৎকালিন প্রধানমন্ত্রী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাংলায় ভাষণ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে এবারও বাংলায় ভাষণ দেবেন। ২০২১ সালের জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে। বিশ্ব নেতারা এখন নিউইয়র্কে অবস্থান করছেন। শহরে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠকের প্রস্তুতি রয়েছে। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী, মালদ্বীপের প্রেসিডেন্ট, জাপানের প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীসহ অনেক বিশ্ব নেতার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হবার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জু বাইডেনের সঙ্গে সাক্ষাৎ হবে তবে কোন বৈঠক হচ্ছে না বলে জানা যায়। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী। গতকাল শুক্রবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চাটার্ড ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। করোনা মহামারির পর গত ১৯ মাসে এটাই হচ্ছে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। প্রধানমন্ত্রীর সঙ্গে ৮০ জন সফরসঙ্গী রয়েছেন। এছাড়াও ৫০ জন ব্যবসায়ি রয়েছেন বলে জানা যায়। বিশ্বে করোনা টিকার সমন্বয়, রোহিঙ্গা ইস্যু এবং জলবায়ু নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। ঢাকা থেকে রওনা হয়ে ফিনল্যান্ডে যাত্রা বিরতি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক পৌঁছাবেন। গতকাল রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রধানমন্ত্রী ফিনল্যান্ডে অবস্থান করছিলেন বলে জানা যায়। আগামীকাল রোববার সন্ধ্যায় (বাংলাদেশ সময় ভোর ৫টায়) তিনি নিউইয়র্ক পৌঁছাবেন। সুবিশাল জেএফকে বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা দেয়ার জন্য ব্যাপক আয়োজন করা হয়েছে দলের পক্ষ থেকে। এখান থেকে তিনি সরাসরি নিউইয়র্কের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ম্যানহাটনে লটে নিউইয়র্ক প্যালেস হোটেলে চলে যাবেন। ৫১তলা বিশিষ্ট ঐতিহ্যবাহি ফাইভ স্টার হোটেলটি জাতিসংঘ প্রধান কার্যালয়ের অতি নিকটে। স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা গতকাল থেকেই হোটেলের আশপাশে আসতে শুরু করেছেন। জলবায়ু পরিবর্তন বিষয়টি একটি বড় ইস্যু হিসেবে আলোচনা থাকছে। টিকা নিয়েও আলোচনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন কোনো শর্ত ছাড়াই সব দেশের টিকা পাওয়া উচিত। এছাড়া রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী গ্রুপের সঙ্গে পৃথক একটি বৈঠক করে বিনিয়োগের আহবান জানাবেন। কোভিড ইস্যু নিয়ে আলোচনা ছাড়াও ‘কপ ২৬’ অনুষ্ঠানের আগে জাতিসংঘ অধিবেশনে জলবায়ু ইস্যু নিয়েও আলোচনা করা হবে, যা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, ঢাকা বর্তমানে ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) চেয়ার। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, মালদ্বীপের প্রেসিডেন্ট, ভিয়েতনামের প্রেসিডেন্ট এবং বারবাডোসের প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নিউইয়র্কে তাঁর সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করার আগে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি সফর করবেন। আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে