বিশ্বাসে আশ্বাস
বিউটি দাশ
যে ক্ষণে সূর্যের অস্তরাগের রঙে
তুমি মুগ্ধ থাকবে আকাশ পান
চৌদিকের মৌহিত পুষ্প পাপড়ি ঝরে
প্রকৃতিতে গড়বে এক আশ্চর্য পরিবেশ সৃষ্টি
চারিপাশে তাঁর তোমায় মুগ্ধতায় ভাবাতে!
প্রকৃতির ঐ অপূর্বতায় হঠাৎ তাকাবে তুমি আকাশ পানে।
দেখবে সূর্যঅস্ত মূহুর্তে রক্তিম বৃত্তের উর্ধ্বে,
চাঁদ উদিত আকাশ উর্ধ্বে সূর্য ডুবার পূর্বে!
চাঁদ এসে দাঁড়িয়েছে।
সূর্য যতো তাঁর রক্তিম রং ঢেকে নেবে নিজেতে,
চাঁদ তত তাঁর আলো ছড়িয়ে দেবে আকাশ-তোমার গায়ে।
দেখবে সেদিন চাঁদ আর সূর্য ঐ আকাশে,
একি সাথে তোমায় ————— দেবে
আশ্বাসে বিশ্বাসের আমার চিহ্ন
তোমার ———————————।
তোমায় এই ভরসা দিতে
আমি তো রয়েছিই সাথে।
এই আমার অর্পণ -আশ্বাস
তুমি রাখ এই বাণীতে বিশ্বাস।
গোধূলীর এই অপরূপ মূহুর্তে
তোমার প্রবেশ হবে অন্যভূবনে।