ঢাকাসোমবার , ২৬ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

বিমানবন্দরে আড়াই কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ তুরস্কগামী যাত্রী আটক

প্রতিবেদক
সিএনএ

জুলাই ২৬, ২০২১ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

আড়াই কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ তুরস্কগামী যাত্রী আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কোটি টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আজ সোমবার (২৬ জুলাই) জাহাঙ্গীর গাজী নামের এই যাত্রীকে আটক করা হয়। এই যাত্রী তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে তুরস্ক যাওয়ার সময় তাকে আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, এই যাত্রী আগে কাপড়ের ব্যবসা করতেন। আজ ভোর সাড়ে ৬টায় ফ্লাইটে যাওয়ার সময় ইমিগ্রেশন শেষে উড়োজাহাজে ওঠার আগ মুহূর্তে তাকে আটক করা হয়। তার সঙ্গে মুদ্রা থাকার কথা জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন। পরবর্তী সময়ে তল্লাশি করা হলে তার ব্যাগের ভেতরে শার্টের মধ্যে লুকানো অবস্থায় আটটি দেশের মুদ্রা পাওয়া যায়। এরমধ্যে ১১ লাখ ৬৫ হাজার সৌদি রিয়াল ছিল। এছাড়া ইউএস, মালয়েশিয়া, ইউরো, ওমান, কুয়েত, থাইল্যান্ড, দুবাইয়ের মুদ্রা ছিল। যার বাজার মূল্য ২ কোটি ৫০ লাখ বাংলাদেশি টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, এই যাত্রী গত দুই বছরে ১৩৫ বার বিভিন্ন সময় আসা যাওয়া করেন। তিনি মূলত ব্যাগেজ সুবিধায় বিভিন্ন মূল্যবান জিনিস শুল্ক ফাঁকি দিয়ে আনা নেওয়ার কাজ করতেন।

এর আগে গত ২০ জুলাই প্রায় ১৪ কেজি তরল সোনা আটক করে আর্মড পুলিশ। এই সোনাও তুরস্ক থেকে নানা হয়। আটক মুদ্রাপাচারকারীও সোনা চোরাচালানের কাজে এই টাকা ব্যবহার করতে পারেন বলে ধারণা পুলিশের।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, এই যাত্রীকে কাস্টম আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মুদ্রাসহ তাকে কাস্টমসের হাতে হস্তান্তর করা হয়েছে। তারা মামলাসহ পরবর্তী ব্যবস্থা নেবে।

সম্পর্কিত পোস্ট