কক্সবাজার: শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়া বাংলাদেশ সুযোগ তৈরি করেছিল ম্যাচ জুড়েই। দুর্দান্ত চেষ্টা চালিয়েও ফিনিশিংয়ে দুর্বলতার কারণে প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেননি বিপলু-জীবনরা। শেষে আরও একটি গোল হজম করতে হয়। তাতে সেমিফাইনালে প্যালেস্টাইনের কাছে ২-০ গোলের হারে বঙ্গবন্ধু গোল্ডকাপ থেকে বিদায় নিল স্বাগতিক বাংলাদেশ। এদিকে শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল খেলবে প্যালেস্টাইন। মঙ্গলবার ফিলিপিন্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট আগেই কেটে রেখেছে তাজিকিস্তান।
সমুদ্র নগরীতে নিম্নচাপের প্রভাবে সারাদিনই ঝরেছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের কর্দমাক্ত মাঠে প্যালেস্টাইনকে খেলতে হয়েছে কঠিন পরিস্থিতিতে। এমন মাঠে হরহামেশাই খেলে অভ্যস্ত বাংলাদেশ অবশ্য সুযোগ নিতে পারেনি। জামাল ভূঁইয়ার দলের বিপক্ষে কাদা মাঠে খেলার অভ্যাস না থাকা প্যালেস্টাইনের ফুটবলাররা কাজে লাগান দৈহিক উচ্চতার সুবিধা।
ম্যাচের ৮ মিনিটে মুস’আব বাত্তাতের ক্রসে হেড করে গোল আদায় করেন মোহামেদ এম বালাহ। পরের সময়টা কেবলই ২ দলের আক্রমণ-পাল্টা আক্রমণের মহড়া।
প্রথমার্ধের বাঁশিবাজার আগেই গোল শোধ করে দিতে পারত বাংলাদেশ। ৪৫ মিনিটে ফরোয়ার্ড জীবন প্যালেস্টাইন গোলরক্ষককে একা পেয়েও সমতা আনতে ব্যর্থ হন। বাঁ-পায়ে বাঁকানো শট চলে যায় বারের পাশ ঘেঁষে। গ্যালারিভর্তি দর্শকদের এমন আক্ষেপের উপলক্ষ এনে দেয় আরও কয়েকবার।
শেষটায় চলছিল দারুণ লড়াই। দর্শকদের ‘গোলগোল’ চিৎকার স্টেডিয়ামজুড়ে। প্যালেস্টাইন শেষে আরও এক গোল করে ব্যবধান দ্বিগুণ করলে থেমে যায় উপস্থিত ১০ হাজার দর্শকের উচ্ছ্বাস। ৯০ মিনিটে প্যালেস্টাইনের পক্ষে গোলটি করেন সামেহ মারাবা।