ঢাকামঙ্গলবার , ১২ জুন ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

প্রশাসনের ডাকে সাড়া দিচ্ছে না পাহাড়ের বাসিন্দারা

প্রতিবেদক
সিএনএ

জুন ১২, ২০১৮ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

 

কক্সবাজার : ভারী বর্ষণের কারণে কক্সবাজারে পাহাড় ধসে হতাহতের আশঙ্কা রয়েছে। তাই দুর্ঘটনা এড়াতে ঝূুঁকিপূর্ণভাবে বসবাসকারী মানুষদের নিরাপদে সরিয়ে নিতে জেলা প্রশাসন নিয়েছে নানা উদ্যোগ।কিন্তু কিছুতেই সরতে রাজি হচ্ছে না এসব লোকজন। জেলা প্রশাসন ও পৌরসভার মাইকিং, আশ্রয়কেন্দ্র খোলা দেয়া, পাহাড়ি এলাকায় নিরাপত্তা জোরদার এবং দুয়ারে-দুয়ারে গিয়ে প্রশাসনের অনুনয়-বিনয় কিছুতেই গলছে না পাহাড়ে বসবাসরতদের মন। কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান  বলেন, পৌরসভার বিডিআর ক্যাম্প, সিটিকলেজ, সমিতিবাজার, বাদশাঘোনা, বৈদ্যঘোনা, ঘোনার পাড়া, পাহাড়তলী, রুমালিয়ারছড়া, কলাতলী, বইল্ল্যাপাড়া সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় মাইকিং করা হয়েছে। তাদের অন্তত রাতের জন্য সরে আসতে অনুরোধ করা হয়। আশ্রয়গ্রহিতাদের জন্য খাবার, পানি ও তাদের বাড়ি পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তারপরও কেউ আসতে চায় না। তিনি আরো বলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পৌরকর্তৃপক্ষ চেষ্টা করছে তাদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিতে। কিন্তু এসব লোকজন কোনভাবে সরছে না। কক্সবাজার জেলা প্রশাসক  মো. কামাল হোসেন বলেন, আমরা রাত সাড়ে ১১টা থেকে তাদের অনুরোধ করছি নিরাপদ স্থানে আসতে। কিন্তু তারা শুনছে না। সকালে তাদের সরিয়ে নিতে প্রশাসন কঠোরতা অবলম্বন করবে।

সম্পর্কিত পোস্ট