ঢাকাসোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পার্বত্য লামার রুপসী পাড়ায় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া প্রতিযোগিতা ইউনিয়ন পর্যায় অনুষ্ঠিত

প্রতিবেদক
এম, কামরুল হাসান টিপু

ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

এম, কামরুল হাসান টিপু,
বান্দরবান পার্বত্য জেলা প্রতিনিধিঃ-

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ) ইউনিয়ন পর্যায় অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায়
রুপসী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন লামা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও রুপসী পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাচিং প্রু মার্মা।

অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা (ভারঃ) শিক্ষা অফিসার আব্দুল করিম,রূপসীপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, রূপসীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আনিছুর রহমান,সহ-সভাপতি মোঃ শাখাওয়াতুল ইসলাম,রূপসীপাড়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলম মেম্বার, রূপসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুমিন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকা বৃন্দ এবং ছাত্র ছাত্রীদের অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ২০২৩ এ অংশগ্রহণ করেন ইউনিয়নের মোট ১১ টি শিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে রূপসীপাড়া উচ্চ বিদ্যালয় সহ ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসা।

অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে চেয়ারম্যান সাচিং প্রু মার্মা বলেন পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শরীর চর্চা ও খেলাধুলার প্রয়োজন আছে, এভাবে প্রতিটি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের মানুষিক বিকাশের সহায়ক ভূমিকা রাখে। চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা শিক্ষার্থীদের জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তৈরি হতে আহ্বান জানান।

সম্পর্কিত পোস্ট