সি এন ডেক্সঃ
পর্যটন নগরী কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের জামে মসজিদের সামনে, পথচারীদের চলাচলের রাস্তা দখল করে গড়ে উঠেছে হাড়ি রেষ্টুরেন্টের বার-বিকিউ।
এতে করে একদিকে যেমন সাধারণ পর্যটকের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, তেমনি অন্যদিকে সড়ক সংস্কারের কাজের নালা কাজও রহস্যজনক ভাবে আটকে গেছে। যার কারনে পর্যটকসহ স্থানীয়দের মাঝেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরজমিনে গিয়ে দেখা গেছে, কক্সবাজার পৌরসভার ফুতপাত সংস্কারের চলমান কাজ ওই হাড়ি রেষ্টুরেন্ট পর্যন্ত এসে, পরবর্তী প্রায় ১ শ গজ পর্যন্ত জায়গা বাকাঁ করে খালি রাখা হয়েছে। স্থানীয় পর্যটন ব্যবসায়ী মুহাম্মদসহ অনেকে জানিয়েছেন, ওই হাঁড়ি রেষ্টুরেন্টের মালিক পক্ষ, তাদের অবৈধ ভাবে গড়ে উঠা রাস্তার উপর, হাঁড়ি রেষ্টুরেন্টের ‘বার-বিকিউ’ কে উচ্ছেধের হাত থেকে রক্ষা করতে, মোটা অংকের টাকার বিনিময়ে পৌরসভার টিকাদার ও কতিপয় অসাধু লোকের সাথে আতাত করে, ওই সংস্কার কাজ বন্ধ করেছে। এঘটনায়, সুগন্ধা পয়েন্ট এলাকার ব্যবসায়ীসহ আগত হাজারও পর্যটকরা কক্সবাজার জেলা প্রশাসনসহ পৌর কর্তৃপক্ষের মেয়রের হস্তক্ষেপ কামানা করছেন। পৌরসভার সংরক্ষিত মহিলা আসন (৭.৮.৯) এর কাউন্সিলর নাছিমা আক্তার বুকুল এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘কেন এভাবে কাজ বন্ধ হলো, তা খতিয়ে দেখা হবে। এই ব্যাপারে তিনি সংশ্লিষ্ট টিকাদারকে তাগেদা দিবেন বলে জানান। তবে, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে না পাওয়া, তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সূত্র : কক্স সংবাদ