জসিম সিদ্দিকী: আসন্ন একাদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য নির্বাচন সামগ্রী কক্সবাজার পৌঁছেছে। ১০ ডিসেম্বর দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে পৌঁছেছে সামগ্রীসহ বহনকারী লরি। নির্বাচনী সামগ্রীর মধ্যে আছে- স্ট্যাম্প প্যাড, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাশ সিল, লাল গালা, অমোচনীয় কালির কলম, ব্যাগ, চার্জার লাইট, ক্যালকুলেটর, স্টেপলার মেশিন ও স্টেপলার পিন ইত্যাদি। তবে ব্যালট পেপার আসবে ডিসেম্বরের শেষ সপ্তাহের দিকে।
কক্সবাজার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন সংবাদ’কে বলেন, ‘আজ প্রতীক বরাদ্দ কার্যক্রম শেষ হচ্ছে। এরপর বিধি অনুযায়ী প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করবেন। কেউ আচরণ বিধি লঙ্ঘন করলে আমাদের ম্যাজিস্ট্রেটরা তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে। উল্লেখ্য, কক্সবাজারের চারটি আসনে ১২টি রাজনৈতিক দলের ২৫ প্রার্থীসহ মোট ২৮ প্রার্থী নির্বাচনে লড়ছেন। তার মধ্যে, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আটজন, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) ৯জন, কক্সবাজার-৩ (সদর-রামু) পাঁচজন ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ৬ জন।