জসিম সিদ্দিকী, কক্সবাজার: নির্বাচনী বাজেটের ৮০ শতাংশ টাকা নিরাপত্তার জন্য ব্যবহার করবে নির্বাচন কমিশন। নির্বাচনে নারীদের নিরাপত্তা ও নিরাপদ অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে নির্বাচন কমিশন আয়োজিত সেমিনারে এ তথ্য জানানো হয়। ২২ ডিসেম্বর স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা রিটার্ণিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: কামাল হোসেন।
জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব সাইফুল হক চৌধুরী, কক্সবাজার মহিলা কলেজের অধ্যক্ষ মীরজাফর আহমেদ, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমা মোস্তাকসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। ইউএনডিপি-র সহযোগীতায় আয়োজিত সেমিনারে বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সচেতনতামূলক র্যালী বের করা হয়।