ঢাকাবৃহস্পতিবার , ৩ জুন ২০২১
আজকের সর্বশেষ সবখবর

দিঘি হব আমি – কবি বিউটি দাশ

প্রতিবেদক
সিএনএ

জুন ৩, ২০২১ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

কবিতঃ

দিঘি হব আমি
@বিউটি দাশ@

ফুটন্ত পদ্মে দেখ কি অপরূপ ঐ দিঘি-
ভাবছি তাই দিঘি হবো আমি,
ফুটবে তুমি আমার শীতল বুকে-
পদ্ম পাতার ভিড়ে।

পদ্ম তুলতে কেউ এলে-
লুকিয়ে যাবে আমার গভীরে,
দিঘির প্রেমপদ্ম তুমিই হবে-
ফুঁটতে আমার শীতল বুকে।

নয়তো বা সূর্য হবে তুমি-
চাঁদ হবো নাহয় আমি,
শতাব্দী থেকে শতাব্দী ধরে-
মরবো আমি তোমার গ্রহণে।

ফুল হতে চাই না অনেক দুঃখে-
যা প্রতিদিন সবাই ভোরে তোলে,
প্রয়োজন ফুরালেই বাসি হয় রাতে-
বিসর্জন-ফেলে দেয় সকালে।

তাই দিঘি হব আমি,বলো কেমন হবে?
চৈত্রের খরায় যখন চৌদির চৌদিকে,
স্নান জল থেকে তৃষ্ণার্থে-
তুমি থাকবে আমারি শীতল বুকে।

সীমাবদ্ধতার সীমানা ছাড়িয়ে-
লাল নীল প্রেম পদ্মে ভরিয়ে,
চরণ- হৃদয়ে ছুঁয়ে আমার প্রেম দিঘি –
গৃহে থাকার নয় হৃদয় প্রবাহী।

সম্পর্কিত পোস্ট