নিউজ ডেস্ক: মাদকের সঙ্গে জড়িত সরকারি দলের কেউ হলেও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২৪ মে সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আব্দুর রহমান বদি কেনো, আরো প্রভাবশালী কারোর নাম যদি তালিকায় আসে তারাও ছাড় পাবে না। মাদক তালিকায় তো অনেক এমপির নামও পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশ যে, মাদক ব্যবসায়ীর সঙ্গে মাদক ডিলিংসের সঙ্গে জড়িত যত প্রভাবশালীই হোক তাদেরকে অবশ্যই এই অভিযানের তালিকার আওতায় আনতে হবে।’