নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি বিদেশি এনজিও’র মাইক্রোবাস থেকে ১ লাখ ১৫ হাজার ইয়াবা জব্দ করেছে র্যাব-৭। এ সময় ১ ব্যক্তিকে আটক করা হয়। ৬ নভেম্বর ভোরে উপজেলার পৌরসভার কলেজ গেইট এলাকা থেকে মীর কাশেম (৩০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি মাইক্রোবাসটির চালক ছিলেন।
কক্সবাজার র্যাব-৭ ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদি হাসান জানান, ইয়াবা পাচারের খবর পেয়ে ভোরে টেকনাফ কলেজ পাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ডিসিএ (এক্টালাইয়েন্স) নামে একটি বিদেশি এনজিওর স্টিকারযুক্ত মাইক্রোবাস তল্লাশি করে ১ লাখ ১৫ হাজার ইয়াবা জব্দ করা হয়। মীর কাশেম ওই ইয়াবাগুলো পাচার করছিলেন বলেও জানান মেজর মেহেদি হাসান।