ঢাকাশুক্রবার , ৩০ নভেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় ২ বন্দুক ও ৪টি কার্তুজসহ আটক ২

প্রতিবেদক
সিএনএ

নভেম্বর ৩০, ২০১৮ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার :কক্সবাজারের চকরিয়ায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২টি এক নলা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজসহ ২ জনকে গ্রেফতার করেছে। ২৯ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালায় এবং রাত দেড়টার সময় ডুলাহাজারার রংমহলে পুলিশ এ অভিযান চালায়। ৩০ নভেম্বর বিকাল তিনটার দিকে চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত হলো, উপজেলার খুটাখালীর কালাপাড়ার সিরাজ মিয়ার ছেলে আরাফাতুর রহমান ওরফে সোনা মিয়া (৩৬) ও টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদীমোড়া গ্রামের মৃত উলা মিয়ার ছেলে মোহাম্মদ হাসান (২৬)।
চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দেশিয় তৈরি দুইটি এক নলা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজসহ সোনা মিয়া ও মো. হাসানকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় ওসি।

সম্পর্কিত পোস্ট