ঢাকারবিবার , ১৫ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় মাইক্রোবাস খাদে পড়ে সাতজনের মৃত্যু

প্রতিবেদক
সিএনএ

আগস্ট ১৫, ২০২১ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের চকরিয়ার ভেণ্ডিবাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাস খাদে পড়ে সাতজনের মৃত্যু হয়েছে।

এদের একজন ঘটনাস্থলে বাকি ছয়জন হাসপাতালে নেওয়ার পর মারা যান। রোববার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন।

নিহতরা হলেন- চকরিয়ার ডুলহাজরা ১ নম্বর ওয়ার্ডের ইসমাইলের স্ত্রী হাজেরা বেগম (৫৫), রাম মাস্টারের ছেলে রতন বিশ্বাস (৫০), তার স্ত্রী মধুমিতা (৪৫), চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রদীপ রুদ্রের স্ত্রী পূর্ণিমা রুদ্র (৩০), পূর্ণিমা রুদ্রের ছেলে স্বার্থক রুদ্র (৩) ও সাধন রুদ্রের স্ত্রী রানী রুদ্র (৬০)। অপরজনের নাম এখনো পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই মোশাররফ জানান, চট্টগ্রামমুখী মাইক্রোবাসটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ভেণ্ডিবাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীরা দ্রুত এগিয়ে এসে গাড়িটি টেনে তোলার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ টিমও আসে ঘটনাস্থলে। কিন্তু গাড়ির দরজা-জানালা ভেতর থেকে বন্ধ থাকায় আটকেপড়াদের বের করতে বেগ পেতে হয়। অনেক চেষ্টায় তাদের বের করার পর একজনকে মৃত পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর আরও ছয়জনের মৃত্যু হয়।

সম্পর্কিত পোস্ট