সংবাদদাতা কক্সবাজার: কোর্ট ফাইলের ভিতরে করে ইয়াবা পাচারের সময় কক্সবাজার বিমানবন্দরে এক পাচারকারিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ৬ জানুয়ারি বিকালে কক্সবাজার বিমান বন্দর হতে ওই পাচারকারিকে ইয়াবাসহ আটক করা হয়।
কক্সবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সোমেন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অভিনব কায়দায় বিমান বন্দর হতে কোর্ট ফাইলের ভিতরে করে ইয়াবা পাচার হচ্ছে। এমন সংবাদের সুত্র ধরে কক্সবাজার বিমান বন্দরে অভিযানের তল্লাশিতে গেলে কোর্ট ফাইলের ভিতরে পাচারকালে উখিয়ার রাজাপালং এলাকার মৃত ফকির আহম্মদ এর ছেলে নুরুল আলম (৪৭) কে ৪৬৮০টি ইয়াবাসহ আটক করে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১টি টিম।
তিনি আরও জানান, আটক নুরুল আলম একটি কোর্ট ফাইলের ভিতরে করে বিশেষ কায়দায় ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবদুল মালেক তালুকদার বাদী হয়ে আটক নুরুল আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার সদর মডেল থানায় একখানা নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানান।