মুরাদ মাহমুদ- সদর:: কক্সবাজার শহরের সিকদার মহলস্থ বাগদাদ স্টীলের গুদামে ২৬অক্টোবর শনিবার সন্ধ্যা ৭ঘটিকায় ভয়াবহ অগ্নিকান্ড হয়। গোডাউনটির অবকাঠামো টিনের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা ফায়ার সার্ভিস কে বিষয়ট অবগত করলে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, এই আগুনের সূতপাত কোথথেকে তা এখনো নিশ্চিত হওয়া যায় নি,তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হয়তো আগুনের সূত্রপাত হয়েছে।এই অগ্নিকাণ্ডে কোন ধরনের হতাহত হয়নি।
বাগদাদ স্টিলের স্বত্তাধীকারী খোরশেদুল আলম জানান,গোডাউন টিতে প্রায় পাঁচ লক্ষ টাকার প্লাস্টিকের ফার্নিচার সহ বিভিন্ন স্টিলের মালামাল মজুদ ছিল। এর মধ্যে গোডাউনে প্রায় দুই লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয় বাকি মালামাল স্থানীয়দের সহযোগীতায় দ্রুত সরাতে সক্ষম হয়েছেন তিনি । এছাড়া গোডাউনের প্বার্শবর্তী আরেকটি প্রতিষ্ঠান আরএফএল এর ডিলার সীমা স্টিলের গোডাউনে কিছুটা আগুনের আবছা এসে দশ হাজার টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সীমা স্টিলের স্বত্তাধীকারী জাহাঙ্গীর আলম। তবে তার গোডাউনের অবকাঠামোগত তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।