জসিম সিদ্দিকী, কক্সবাজার: কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবি দিবস। এ উপলক্ষে ১৪ ডিসেম্বর শুক্রবার সকালে জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সিভিল সার্জন ডা: আবদুল মতিন, মুক্তিযোদ্ধা মো: শাহজাহান, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুলসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মুক্তিযোদ্ধাসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ দিকে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে কক্সবাজার পৌর আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল।