ঢাকামঙ্গলবার , ৬ নভেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে মাদক সম্রাট নাছিরের বিরুদ্ধে মানববন্ধন

প্রতিবেদক
সিএনএ

নভেম্বর ৬, ২০১৮ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: মাদক সম্রাট ও বহু মামলার পলাতক আসামী অস্ত্রধারি নাছিরের বিরুদ্ধে প্রশাসনের কাছে স্বারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে ভুক্তভোগিরা। ৬ নভেম্বর দুপুরে কক্সবাজার জেলা প্রশাসককে স্থানীয় ভুক্তভোগিরা এ স্বারকলিপি প্রদান করেন। স্বারকলিপিতে স্থানীয় শতাধিক সচেতন ব্যক্তির স্বাক্ষর দেখা যায়। স্বারকলিপি প্রদানের পরে তারা জামায়েত হয়ে বিপুল সংখ্যক নারী পুরুষ কক্সবাজার জেলা প্রশাসক চত্বরে কথিত অস্ত্রধারি নাছির উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন করেন। উক্ত মানববন্ধনে স্থানীয় নেতৃবৃন্দরা বলেন, কক্সবাজার শহরতলীর কলাতলী বাইপাসস্থ পালস স্কুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নাছির উদ্দিনের অপকর্মে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয়রা। শুধু তাই নয়, তার নানা অপরাধমুলক কর্মকান্ডে যদি কেউ বাঁধা করলে তা তার সৃষ্ট সন্ত্রাসী বাহিনী দিয়ে জানে মেরে ফেলার হুমকি দেন। বক্তরা আরও বলেন, নাছির একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ ইয়াবা ব্যবসায়ীর আপনজন। সে দীর্ঘ দিন ধরে তাদের ছত্রছায়ায় রোহিঙ্গা নারী পুরুষ দিয়ে কৌশলে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। যার কারনে বর্তমানে ওই এলাকার আইন-শৃংখলা ভেঙ্গে পড়েছে। সেজন্য যে কোনো সময় এলাকাবাসির মধ্যে থেকে জমা থাকা ক্ষোভ ফেটে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই এলাকার শান্তি শৃংখলা ফিরে আনতে কথিত সন্ত্রাসী নাছিরকে আইনের আওতায় আনার জন্য দাবী জানাচ্ছি। অন্যতাই এলাকাবাসি বৃহত্তর আন্দোলনে যাবে বলে বক্তরা হুশিয়ারি দেন।

সম্পর্কিত পোস্ট