বার্তা পরিবেশক: কক্সবাজারে এলজিইডি প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অন্যতম রূপকার মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সিদ্দিকের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩১ আগস্ট কক্সবাজার এলজিইডি অফিসে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন, এলজিইডি কক্সাবাজারের নির্বাহী প্রকৌশলী মীর্জা মোঃ ইফতেখার আলী, সহকারি প্রকৌশলী রিসাদ উন নবী, কক্সবাজার সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উচ্চমান সহকারি মোঃ তোকাজ্জীবনসহ কক্সবাজার এলজিইডি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। এতে মরহুমের বিদেহী আত্নার মাগফেরত কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। বাংলাদেশে এলজিইডি প্রতিষ্ঠায় কামরুল ইসলাম সিদ্দিকের একক কৃতিত্ব ছিল। তিনি এলজিইডির প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করেন। ২০০৮ সালের ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।