কক্সবাজার প্রতিনিধি: ইঞ্জিন চালু না হওয়ায় কক্সবাজার বিমানবন্দরে ইউএস-বাংলার একটি ফ্লাইটের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাইদুজ্জামান বলেন, শুক্রবার দুপুর দেড়টায় ঢাকার উদ্দেশে ওই ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু চালকের চেষ্টাতেও ইঞ্জিন চালু না হওয়ায় বিমানটি যথা সময়ে ছেড়ে যেতে পারেনি। তবে কী কারণে ইঞ্জিন চালু হয়নি তা জানাতে পারেননি সাইদুজ্জামান। বিমানবন্দরের ম্যানেজার আরো বলেন, ইউএস বাংলার কর্তৃপক্ষের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলেছেন, বিমানে বড় ধরনের কোনও সমস্যা নেই। ইঞ্জিনিয়ার চেকআপ করছেন। বিমানটি ঠিক হলে যে কোনও সময় ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে।