নিজস্ব সংবাদদাতা: মাদকসহ অপরাধ নির্মূল করতে কক্সবাজারে ২ টি ক্যাম্পের পাশাপাশি সীমান্ত উপজেলা টেকনাফে আরও ৫ টি ক্যাম্প স্থাপন করেছে র্যাব। এ নিয়ে কক্সবাজারে ৭ টি ক্যাম্প স্থাপন করেছে র্যাব। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই স্লোগানের অংশ হিসেবে ৩১ জুলাই বিকালে পর্যটন নগরী কক্সবাজারের কলাতলী ডলফিন মোড় থেকে র্যাবের এ টহল কার্যক্রম শুরু করে। টহল দলগুলো কক্সবাজার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রামু- উখিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। “মেরিন ড্রাইভ” সড়ক হয়ে টেকনাফের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মহড়া শেষ করে। র্যাব ৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমন্ডার মেজর মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়।